তলস্তয়ের সেই গল্পের নায়ক হতে পারেন রাগীব আলী

আমিনুল ইসলাম রোকন :::  ভূমিদস্যুতা নিয়ে বিশ্বখ্যাত লেখক তলস্তয়ের সারা জাগানো একটি গল্প আছে। ‘সাড়ে তিন হাত জমি’ নামে এই গল্পটি এখনও ভূমিখেকোদের পরিণতির এক জ্বলন্ত উদাহরণ। গল্পের নায়ক ফাহাম ছিলো নিতান্ত গরিব। তার এক প্রতিবেশি মহিলার বিপুল পরিমাণ জমির প্রতি তার লোভ জাগে। এক সময় নানা কূট-কৌশলে এই জমিটুকু তার আয়ত্বে নিয়ে আসে ফাহাম। মহিলার ওই জমি হজম করে বেপরোয়া হয়ে ওঠে সে। দেদারছে মানুষের জমি আত্মসাৎ করতে থাকে। ফাহামের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওঠেন প্রতিবেশীরা। কিভাবে দমানো যায় এই চিন্তায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে ওঠেন অনেকে। এক সময় এক পন্ডিত বের … Continue reading তলস্তয়ের সেই গল্পের নায়ক হতে পারেন রাগীব আলী